All Menu

প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

 

ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। বুধবার (১৬অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (পিটিডি) সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

টেলিযোগাযোগ সচিব বলেন, বরাদ্দের ঘাটতির কারণে চলমান কিছু প্রকল্পের বাস্তবায়ন স্থগিত রয়েছে, বরাদ্দ পাওয়া মাত্রই সেসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top