All Menu

আইসিটি ও টেলিকম খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল সার্ভিস ডেভেলপমেন্টে মালয়েশিয়ার অনেক সরকারি ও বেসরকারি বিনিয়োগ রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ১৭ বছরের যাত্রায়ও মালয়েশিয়া আমাদের উন্নয়ন সহযোগী ও নলেজ পার্টনার হয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ৫ বছরে ডাক বিভাগকে স্মার্ট ডাক বিভাগে রূপান্তরসহ আইসিটি ও টেলিকম খাতে মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি মালেয়শিয়ায় কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশী কর্মীদের সুবিধার্থে ক্রস বর্ডার ই-কমার্সের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব তথ্য জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top