All Menu

রংপুরে দ্রুতগতিতে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণ কাজ

রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রংপুরের সদর উপজেলার দেবীপুরে দ্রুতগতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণ কাজ। রংপুর-দিনাজপুর সড়কের পাশে দেবীপুর-গংগাহরি মৌজায় ১০ একর জমিতে নির্মিত হচ্ছে এই নভোথিয়েটার। ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনে নভোথিয়েটারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে একনেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পটি অনুমোদিত হয়। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪১৭ কোটি ৬৫ লাখ টাকা। ২০২১-২০২২ অর্থবছরে এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। নভোথিয়েটারে থাকবে বিশ্বমানের প্লানেটেরিয়াম, প্লাজা, অফিসব্লক, ফোয়ারা, ওয়াটার-বাথ, ডরমিটরি ও প্লেগ্রাউন্ড। রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা মহাকাশ বিষয়ক প্রদর্শনী উপভোগ করতে পারবে। শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকে মহাকাশ সম্পর্কে এতদিন যা পড়েছে ও জেনেছে, তা বাস্তবে দেখার সুযোগ মিলবে এই নভোথিয়েটারে মাধ্যমে এবং মহাকাশ বিষয়ক জ্ঞানকে সমৃদ্ধ করবে। মহাকাশ বিষয়ক গবেষণাসহ বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এই নভোথিয়েটার অগ্রণী ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top