ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ কে আল ফয়সাল সাক্ষাৎ করেছেন। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে কোম্পানির হেড অফিসে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা দ্বিপক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে উদীয়মান টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। আইসিটি প্রতিমন্ত্রী এসময় বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।