All Menu

দেশ ও মানুষের কল‌্যাণে কাজ করার চেয়ে ভাল কাজ আর কিছু হতে পারে না

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ ও মানুষের কল‌্যাণে কাজ করার চেয়ে ভাল কাজ আর কিছু হতে পারে না। তিনি বলেন, ইন্টারনেটসহ ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল যোগাযোগের কাজে প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির কল‌্যাণে এ বিভাগের কাজের যে সুযোগ রয়েছে তা আগামী দিনগুলোতে আরো বেশি করে কাজে লাগাতে হবে। মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে সচিব মোঃ খলিলুর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষ‌্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিদায়ি সচিব মোঃ খলিলুর রহমানকে একজন অত‌্যন্ত দক্ষ সরকারি কর্মকর্তা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই বিভাগে তাঁর এক বছর দুই মাস সচিব হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিটি ক্ষেত্রে অত‌্যন্ত দক্ষতার স্বাক্ষর তিনি রেখেছেন। মন্ত্রী বিদায়ি সচিবের কর্মময় জীবনের সরকারি কাজের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা ও সাংগঠনিক দায়িত্ব পালনে তাঁর ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে বিদায়ি সচিব আগামী দিনগুলোতে মানুষের কল‌্যাণে নিজেকে কাজে লাগানোর দৃঢ় প্রত‌্যাশা ব্যক্ত করেন। এর আগে সচিবের সভাপতিত্বে এডিপি বৈঠক অনুষ্ঠিত হয়। সচিব হিসেবে তাঁর কর্মজীবনের এটি ছিল শেষ এডিপি বৈঠক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top