ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক ফায়েজুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে এম. জহির উদ্দিন কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে এই কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক ইঞ্জিনিয়ার এম, জে, কে রফিকুল ইসলাম কামাল। এ সময় শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পিপল এন্ড টেক এর চিফ অপারেটর অফিসার আবদুল হামিদ, বসন্তবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সফিকুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। এই কম্পিউটার সেন্টারের মাধ্যমে এলাকা গরীব অসহায় ছেলে-মেয়েরা বিনামূল্যে কম্পিউটার শিখতে পারবে বলে জানান উদ্যোক্তারা। সেই সাথে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।