ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য ত্রাণ বোঝাই আরো একাধিক গাড়ি বিটিসিএল থেকে আগামী ৫ জুলাই নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ও মদন উপজেলার উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার ঢাকায় বিটিসিএল ভবনে হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড এবং প্রযুক্তি প্রতিষ্ঠান জিনিউ বন্যার্তদের জন্য ১ হাজার ৩৫০ প্যাকেট ত্রাণসামগ্রী বন্যাদুর্গতদের মধ্যে বিতরণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নিকট হস্তান্তর করে। ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান এবং বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন এ সময় উপস্থিত ছিলেন। মোহনগঞ্জ ও মদন উপজেলার হাওর অঞ্চলের জন্য এখন পর্যন্ত ১ হাজার ৬৫০ প্যাকেট ত্রাণ প্রস্তুত হয়েছে। আরো অন্তত এক হাজার প্যাকেট ত্রাণ প্রস্তুত হচ্ছে। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে নেত্রকোণার খালিয়াজুরীতে ৫ হাজার ২১ প্যাকেট ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে হাওরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু হয়েছে। মন্ত্রী আরো ত্রাণের ব্যবস্থা করছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সংস্থাসমূহের পক্ষ থেকেও ত্রাণ পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরো উল্লেখ্য, টেলিযোগাযোগ বিভাগ হাওড় এলাকায় ফিক্সড ফোন, মোবাইল নেটওয়ার্ক ও জরুরি সেবা সচল করা ছাড়াও স্যাটেলাইট হাব স্থাপন করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।