ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ২৯-৩০ জুন দুই দিনব্যাপী রোবটিক্স ফেয়ার “রোবোট্রনিক ২.০” শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল ৫ টায় রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে রোবটিক্স ফেয়ার “রোবোট্রনিক ২.০” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান ড. সজল কুমার দাস -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য পদার্থবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক এমেরিটাস ড. অরুন কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফয়সাল রহমান বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী। দুই দিনব্যাপী এই রোবোট্রনিক ২.০-এর মাড রোভার, রোবো রেসলিং, স্পিড ব্যাটেল, প্রজেক্ট শোকেসিং, ক্যাড ডিজাইন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগীতায় যথাক্রমে টিম মাড পাইরেটস (চুয়েট,রুয়েট,পিজিসি,সিপিএসসিআর), টিম গø্যাডিয়েটর ( শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বাংলাদেশ ইউনির্ভাসিটি), টিম ডুয়েট কোজেন্ট, টিম মাস্ (রুয়েট), টিম কাইনেটিক ভিশন (কুয়েট) এবং টিম ওয়াল-ই(রুয়েট) দলগুলো বিজয়ী হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ীদের সর্বমোট ১ লক্ষ ৯৪ হাজার টাকা অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক এমেরিটাস ড. অরুন কুমার বসাক । রোবোট্রনিক ২.০-এর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল নাবিল গ্রুপ অব ইন্ডাষ্টিজ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রথম আলো ও সময় টেলিভিশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।