মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জে নিজ হেফাজতে ফেনসিডিল রাখার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় আশরাফুল (৫০) নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আসামির উপস্থিতিতে বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আশরাফুল জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে। রাষ্ট্র-পক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন, ২০১৪ সালের ২৫ নভেম্বর আশরাফুলের বাড়িতে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় ৫৪০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে গ্রেপ্তার হন আশরাফুল। এ ঘটনায় ওইদিন থানায় মামলা করেন শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর ২০১৫ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগ-পত্র দাখিল করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত