মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:আদিবাসী সাঁওতাল মহিলা দ্রৌপদী মুরমু ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে আদিবাসী সম্প্রদায়। মঙ্গলবার বেলা ১১টায় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ বর্ণিল সাজে সেজে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ারসার্ভিস মোড়ে জমায়েত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসী নৃত্য ও সমাবেশে আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, প্রভাত টুডু, কর্ণেলিউস মুর্মু, রুমালী হাসদা প্রমুখ। এ সময় বক্তাগণ, আদিবাসী সাঁওতাল মহিলা দ্রৌপদি মুরমুকে অভিনন্দন জানিয়ে আদিবাসী সম্প্রদায়কে বিশ্বে তুলে ধারার জন্য আহবান জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত