ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ২ পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার-কৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন, বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও উপ-পরিদর্শক জাহিদ হোসেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশে ওই দুই কর্মকর্তাকে শনিবার ১৬ জুলাই রাতে প্রশাসনিক কারণ দেখিয়ে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সূত্রে জানা যায়, বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। এছাড়া গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন। এর আগে, গত ৭ জুলাই দুপুর ১২টায় বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। উল্লেখ্য, এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখপূর্বক ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামী হাসানসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। এদের মধ্যে প্রধান আসামি হাসান (৩১) ও জয় (২১) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত