ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারি চালিত ইজি-বাইকের ধাক্কায় সুমি আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসার সামনে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত শিশু সুমি একই এলাকার নাজমুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি-বাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত আহত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পরপরেই ঘাতক ইজি-বাইকটি পালিয়ে যায়। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন শিশু সুমির নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত