মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর এলাকার সড়কের পাশে একটি বাক্স থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া লাশটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত. আয়না মিয়ার পুত্র আইয়ুব আলী (৫৫)। লাশের তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক। জানা গেছে, গত ৫ জুলাই রাত আড়াইটার দিকে খঞ্জনপুর নামক এলাকার সড়কের পাশে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে আছে দেখে স্থানীয় খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী‘র সহযোগিতায় এলাকাবাসী থানায় সংবাদ জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশটির পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালায়, মৌলভীবাজার পিবিআই ও মডেল থানার পুলিশসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম। একপর্যায়ে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় লাশটির পরিচয় শনাক্ত করতে পারে। ধারণা করা হচ্ছে কোনো এক সময় ঐ ব্যক্তিকে অন্য কোথাও হাত-পা বেঁধে হত্যা করে লাশ খঞ্জনপুর এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত