বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে আরাফাত হোসেন (২৩) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাত ১১ টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সন্ত্রাসীরা এ হামলা চালায়। পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে আরাফাত প্রাতিষ্ঠানিক কাজকর্ম সেরে ঠাকুরগাঁও শহরের আমতলি এলাকার আইনজীবী চেম্বার থেকে বালিয়াডাঙ্গীতে তার নিজ বাড়ি ফিরছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পৌঁছালে স্থানীয় সাদ্দাম, মানিক, জুলফিকার নামের তিন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আরাফাত গুরুতর আহত হলে আশেপাশের লোকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসী হামলার এ বিষয়ে আরাফাতের পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তথ্য পাওয়া যায়। এ ব্যপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন জানান, বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত