ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে তাইজুদ্দিন (২২) নামের এক যুবককে হত্যার দায়ে মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন, অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) এবং মজনু মিয়া (২৬)। তারা ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা। আসামিদের মধ্যে মোবারক হোসেন পলাতক রয়েছেন। আদালতের এপিপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান মামলার বিষয়ে বলেন, ‘২০১২ সালের ১১ আগস্ট ত্রিশাল উপজেলার কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ত্রিশাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহীনূর আলম মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন করেন। জানতে পারে নিহতের নাম তাইজুদ্দিন (২২)। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আসামি করে থানায় এজাহার দেন। পরে নিহতের বাবা মৃত নূরুল ইসলাম বাদী হয়ে পৃথক হত্যা মামলা করলে আসামি মোবারক হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’ ওই মামলার তদন্ত এবং সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত