মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বয়োবৃদ্ধ আব্দুল খালিক (৬৮) কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন। মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল খালিক বাদী হয়ে গত ২৯ জুন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বর্তমান ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির ও মৃত হাজী আলাউদ্দিন এর পুত্র নজির মিয়া-গং অজ্ঞাত ৩/৪জন। মামলা সূত্রে জানা গেছে, আব্দুল খালিক গত ২৭ জুন দুপুরে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী জানান- আমি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। আদালতে মামলা করায় তাদের অনুসারী ও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশসহ ও মিথ্যা মামলার হুমকি ধমকি দিচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত