সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চুয়াডাঙ্গার দামুড়হুদার দেওলী মোড়ে গরু ভর্তি ট্রাকের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (৩) নামের এক শিশুকন্যা নিহত হয়েছে। নিহত শিশুটি দর্শনা জয়নগরের মিঠু ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শিশু জান্নাতুল ফেরদৌস তার মায়ের সাথে দেওলী মোড়ের একটি দোকানে আসে। এ সময় হঠাৎ করে সে রাস্তার পার হতে গেলে কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদাগামী একটি গরু ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। তারা আরও জানায়, পিতার সাথে সম্পর্ক না থাকায় মায়ের সাথে দেওলী গ্রামে নানা নবীরুদ্দিনের বাড়িতে থাকতো জান্নাতুল ফেরদৌস। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত