ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চার মাস পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর আগে ইউনিটটিতে গত ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ এক শিশুর মৃত্যু হয়েছিল।
সোমবার(৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় নেত্রকোণার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ করোনা ইউনিটের ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ। এছাড়া করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৪ শতাংশ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত