মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাট উপজেলা পারগানা বাইসি ও আদিবাসী বহুমুখী সমবায় লিমিটেড এর আয়োজনে ১৬৭ তম সান্তাল হুল দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়কটি প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ফিতা কেটে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।
এরপর ধামইরহাট উপজেলা পারগানা বাইসি সভাপতি সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার একত্রিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস ছাবিনা এক্কা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, ধামইরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ কর্মকার, উপজেলা পারগানা বাইসি উপদেষ্টা জিল্লু মার্ডি, নরেন হাসদা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতোসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত