মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পবিত্র ঈদ-উল আযহা’র উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ৪দিন সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে সোনামসজিদ স্থল শুল্ক বন্ধর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দু রশীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ স্থল বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ সহ সংশ্লিষ্ট সকল সংগঠন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ৪দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ এজেন্ট এর যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৩ জুলাই থেকে যথারীতি পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত