বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ভুয়া দলিল দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আতিকুর রহমান ও তার ছেলে মোস্তফাসহ তাদের বাহিনীর বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, জমির মালিক প্রফুল্ল রায় জমিতে গেলে সন্ত্রাসী বাহিনী তাদের ধাওয়া করেন এবং হুমকি স্বরূপ কথা বলতে থাকেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতিকুর রহমান চিলারং ইউনিয়নের আখনগর বাজারের গোলাম মোস্তফার ছেলে। পৈত্রিক সূত্রে পাওয়া জমির মালিক প্রফুল্ল রায় বলেন, আমার দাদা মথুর নাথ নামে সিএস রেকর্ড আছে। দাদার ভোগ দখলকারী থাকা অবস্থায় মারা গেলে তার তিন ছেলের নামে এসএ খতিয়ানে প্রকাশিত হয়। উক্ত জমি আমরা খারিজ খতিয়ান করে নিয়েছি এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। জমিটি আমাদের বাড়ি হতে ৫ কিলোমিটার দুরে হওয়ার কারণে ও গোলাম মোস্তফার বাড়ির সন্নিকটে হওয়ায় তারা বর্গা আবাদ করতো। এরমধ্যে রাতের অন্ধকারে তারা পুকুর খনন করে মাছ চাষ করে এমনকি তারা গোপনে একটি ভুয়া দলিল তৈরি করে আমাদেরকে তাড়িয়ে দেয় এবং এ কথাও বলে যে আমরা যদি ঐ জমি দখলে যাই তবে প্রাণে মেরে ফেলবে। তাই আমরা ভীত হয়ে রবিবার (২৬জুন) তাদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। অভিযোগ প্রসঙ্গে আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত নিয়ে ঝামেলার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় ওসি কামাল হোসেনের যোগাযোগ করা হলে তিনি বলেন, আখানগর বাজারে ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত