ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে স্বেচ্ছায় নোয়াখালীর সুধারাম থানার পুলিশের কাছে ধরা দিয়েছে এক রোহিঙ্গা যুবক।
ওই রোহিঙ্গা যুবকের নাম নুরুল কবির (২৮) সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুরুল ইসলামের ছেলে। রোববার (২৬ জুন) দুপুর ২টার দিকে পুলিশ পাহারায় আটককৃত রোহিঙ্গা যুবককে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের পাঠানো হয়। এর আগে শনিবার সুধারাম থানায় স্বেচ্ছায় ধরা দেয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা যুবক ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য পালিয়ে এসে সুধারাম থানায় ধরা দেয়। পরে রোববার দুপুর ২টার দিকে তাকে পুলিশ পাহারায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত