মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর আজগুবি গ্রামে ২২জুন রাত্রে পূর্ব-শত্রুতার জেরে ১ বিঘা ১০ কাঠা বেগুনের গাছ উঠিয়ে ফেলেছে। আজগুবি গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহিদুর, মনিরুল ইসলামের ছেলে পলাশ, আফসার আলীর ছেলে হারুন, শাহরুল আমিনের ছেলে কাফি, আলোমের ছেলে ইসাহাক ৫ কৃষক শ্যামপুর মিয়া পাড়া গ্রামের মৃত্যু মঞ্জুর আলী মিয়ার ছেলে সিডু মিয়ার ৫ বিঘা ১০কাঠা জমি ১৪২৮-১৪২৯ সালের চৈত্র মাস পর্যন্ত লিজ নিয়ে বেগুন চাষ করে। অভিযোগ সূত্রে জানা যায়, ৫ বিঘা ১০ কাঠা বেগুন এর মধ্যে ১ বিঘা ১০ কাঠা বেগুনের গাছ উঠিয়ে ফেলে, ফুল ধরা বেগুন গাছ উপড়ে ফেলায় কৃষকদের মুখে হতাশার ছাপ, ৫ জনের নাম উল্লেখ করে মাহিদুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করে। অভিযোগকারী মাহিদুর রহমান বলেন, আমার বেগুন গাছে ফল আসতে শুরু করেছিল, এই অবস্থায় এক বিঘা ১০ কাঠা জমির বেগুন গাছ উপড়ে ফেলায় আমার ৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন আছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত