ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের সিন্ধুর কাইত গ্রামে মুক্তিযোদ্ধা ছায়েদুল হকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগম (৭৫), পুত্রবধূ রিমু আক্তার (২২) ও নাতনি বিবি রহিমা প্রমাকে (১৪) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তান জামাল উদ্দিন জানান, দীর্ঘ দিন থেকে তাদের প্রতিবেশী দেলোয়ার হোসেনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিলো। এর জের ধরে রোববার দুপুরে দেলোয়ারের একদল সন্ত্রাসী বসত বাড়িতে সন্ত্রাসী হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তা-হীনতায় ভুগছে ওই মুক্তিযোদ্ধার পরিবার।
রবিবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত