ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতিপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। রবিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজসমূহের মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ (পঁচানব্বই) টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত