বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সদরে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। দুর্ভোগ তুলে ধরে মানববন্ধনে আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ সৈকত, সহসভাপতি আশরাফুজ্জামান বলেন, দেশে উন্নয়ন হয়েছে, জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা শহর ঘেঁষা একটি এলাকায় থেকেও এতদিনে পাকা হয়নি। বর্ষায় এখানে রাস্তার যে বেহাল দশা হয় তাতে স্কুল ও কলেজ-গামী ছাত্র ছাত্রী এবং জনসাধারণ এর চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এছাড়াও কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ারসার্ভিস আসতে বাঁধাগ্রস্ত হয়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক সহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন শেষে আয়োজকরা জানান, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত