মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশ, দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের আয়োজনে ও জেলা স্বেচ্ছাসেবক-লীগের সার্বিক তত্ত্বাবধানে শিবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনকসহ অন্যরা। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত