পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ২০ বোতল ফেনসিডিলসহ আবু সিয়াম (১৮) নামে ১জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির সদস্যরা। রবিবার (১০নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হবে জানা গেছে। আটক আবু সিয়াম ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী থানার সনগাঁও পৌকান পুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
স্টেশন সূত্রে জানা গেছে, সকালে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যোগে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসে সিয়াম। স্টেশনে সন্দেহভাজন ভাবে ঘুরার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সে আটক হয়।
এসময় কথা হয় আটক তরুণ সিয়ামের সাথে। তিনি বলেন, আমি পার্বতীপুর থেকে ট্রেনে আসার সময় অন্তর নামে এক ব্যক্তি ঠাকুরগাঁও আসার পর একটি ব্যাগ দিয়ে বলেন যে পঞ্চগড়ে গিয়ে নেমে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ব্যাগটি তুলে দিবা। এ কাজে ২ হাজার টাকা দেয়া হবে। তাই ব্যাগটি নিয়ে স্টেশনে নামলে আমাকে ধরে ফেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির উপ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ে আসে। এর পর ওই তরুণ ট্রেন থেকে নেমে সন্দেহভাজন ভাবে স্টেশনে ঘোরাফেরা করছিল। এদিকে চলাফেরা সন্দেহভাজন হওয়ায় আমাদের নিরাপত্তা-কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এদিকে পূর্বের এক গোপন সংবাদের তথ্য মতে তাকে তল্লাশি চালানো হলে তার সাথে থাকা একটি ব্যাগে ফেনসিডিলগুলো পাওয়া যায়। একই সাথে দীর্ঘ জিজ্ঞাসাবাদসহ কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসনকে খবর দেয়া হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, খবর পেয়ে স্টেশনে এসে আমরা অভিযান পরিচালনা করি। তবে ভ্রাম্যমাণ আদালতের নিয়মের থেকে মাদকের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল কোর্টের আওতায় না থাকায় সকল প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করতে তাকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত