ময়মনসিংহের নান্দাইলে বিপরীতমুখী দ্রুতগতির বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুই ব্যক্তি। শনিবার (০৯নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইক চালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)।
আহতরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। পরে গুরুতর আহত আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরানো বাস-স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী দ্রুতগতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক রহমত উল্লাহ্ ও তিনজন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে নেয়ার পথে সড়কেই হাবিব উল্লাহ্ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ্ মারা যান।
নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান মমেক হাসপাতালের চিকিৎসকেরা। ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। হাসপাতালে আনার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত