ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, পরিপূর্ণ নির্বাচন ব্যবস্থা না হলে বাংলাদেশ ভালো নির্বাচন করতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে এসময় তিনি আরো বলেন, পরিপূর্ণ নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজান। নাহলে ভাল নির্বাচন বাংলাদেশে করতে পারবেন না। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই দাবীতে আমরা লং মার্চ করেছিলাম। আগামী অক্টোবর-নভেম্বরে শীতের মৌসুমে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত জনগণকে সাথে নিয়ে পথযাত্রা করে আমরা ঢাকায় যাবো এবং জনগণকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি এ দাবী আদায়ে কাজ করে যাবে বলর তিনি বলেন। কমরেড রুহিন হোসেন প্রিন্স আরো বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম দিকে ইসির আওয়াজ ছিল বড়, কিন্তু তা একজন সংসদ সদস্যর কানে পৌঁছালো না। এই ইসি কিভাবে ৩০০ জন সংসদ সদস্যর কানে তাদের আওয়াজ পৌঁছাবে এটা বাংলাদেশের মানুষের কাছে বোধগম্য না। ইভিএমে ভোট দিলে একটা প্রমাণ দিতে হবে যে আমি কোথায় ভোট দিয়েছি। কেননা ভোটে পুনঃগণণার একটা বিষয় থাকে। প্রমাণ না দিলে তো এটা মূল্যহীন হয়ে যায়। এর আগে অনেক নির্বাচন কমিশনার বলেছেন, ইভিএম খারাপ না কিন্তু এখানে অনেক ভূত প্রেত থাকে। এই ভূত দূর করার কাজটা কে করবে? ইভিএমে আমাদের দেশের মানুষ অভ্যস্ত না। এসব সমাধান না করে বাণিজ্য-মুখী চিন্তা থেকে এটা করলে (ইভিএম) তার গ্রহণযোগ্যতা সব সময় পায়না। শেষ বিচারে আমরা দেখলাম ইভিএমও কুমিল্লায় তার ফলাফল সেটা প্রশ্নবিদ্ধ থেকে গেল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র পঞ্চগড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সিপিবির পঞ্চগড় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, সদর উপজেলার সভাপতি এটিএম মাহমুদুল আক্তার, সাধারণ সম্পাদক আনছারুল হক সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত