বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অত্যন্ত সতর্কতার সহিত এগুতে হবে। পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে। ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে। তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো।
শনিবার (০৯নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের কৃষক সমাবেশ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সে যুদ্ধে আমরা অবশ্যই সফল হবো।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত