ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরার পথে নদীতে মাছ ধরার জল মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের পাশের শামুকভাঙা নদীতে রাখা মাছ ধরার জল মোটরে বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল্লাহ পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার দারুল উলুম বৈশ্যপাট্রা মাদ্রাসার কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রতিদিন সকালে মাদ্রাসা থেকে খাবার খেতে বাড়িতে আসে আব্দুল্লাহ। শুক্রবার সকাল ৮ টার দিকে মাদ্রাসা ছুটি দিলে বাড়ির দিকে রওনা দেয় আব্দুল্লাহ। পথিমধ্যে বাড়ির পাশে শামুকভাঙা নদীতে স্থানীয়রা মাছ ধরতে জল মোটরে বিদ্যুৎ সংযোগ দিলে সেখানে আসা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুল্লাহ।
পরে স্থানীয়রা উদ্ধার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে আবদুল্লার মরদেহ থানায় নিয়ে যাওয়ার পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত আব্দুল্লাহর মা অজুফা আক্তার বলেন, আমার ছেলের জন্য মাছ দিয়ে শিমের তরকারি আর টমেটোর ঝোল রান্না করে রেখেছিলাম। ছেলে আমার মাদ্রাসা থেকে এসে ভাত খাবে। এখন কে খাবে ভাত। আমার একমাত্র সন্তান আব্দুল্লাহকে আমার কাছে আপনারা ফিরিয়ে দেন।
দারুল উলুম বৈশ্যপাট্রা মাদ্রাসার মোহতামিম আজিজুল হক বলেন, আব্দুল্লাহ ক্লাসের মেধা তালিকায় ১ম ছিলো। সকালে মাদ্রাসা ছুটির পর বাড়িতে খেতে যাওয়ার ঘন্টাখানেক পর তার মৃত্যুর খবর শুনতে পাই। মেধাবী আব্দুল্লাহর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, পরিবারের লোকজন আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত