বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশ থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কেউ যাতে আমাদের বিভক্ত করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) সিলেটে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, অরক্ষিত স্বাধীনতাকে সুরক্ষিত করে, সুসংহত করে ঐক্যবদ্ধ জাতিকে নির্মাণ করাই আমাদের লক্ষ্য।
আগামীর রাজনীতি হবে ৫ আগস্টের শহিদের রক্তের অঙ্গিকারের রাজনীতি। বৈষম্যহীন ও মানবিক রাজনীতি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত