ময়মনসিংহে কনস্টেবল নিয়োগ পরীক্ষার দৌঁড়ে অংশগ্রহণ না করে পিইটি ফরমে নকল কৃতকার্য সীল দেয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী গ্রামের আজহারুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম ইমন (১৯) ও একই থানার কলেজ রোড এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মফিজুল হক ওরফে এবাদুল (৫৪)।
বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে গফরগাঁও পৌর শহরের কলেজ রোড আলাল মার্কেটের সামনে থেকে মফিজুল হক ওরফে এবাদুল ও ওই পৌর শহরের জামতলা মোড় নামক এলাকার টাঙ্গাইল সুইটস রেস্টুরেন্টের সামনে থেকে রাকিবুল ইসলাম ইমনকে গ্রেফতার করা হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম চলাকালীন ড্র্যাগিং ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লক্ষ্য করেন যে, কয়েকটি পিইটি ফরমে তুলনামূলক বড় ফন্ট ব্যবহার করে তৈরি করা কৃতকার্য সীল দেয়া হয়েছে। এমন ৮ জন প্রার্থীকে ইভেন্ট থেকে সরিয়ে পৃথক স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান যে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি পুলিশ লাইন্সের বাউন্ডারির বাইরে থেকে তাদেরকে ১৬০০ মিটার দৌঁড় ইভেন্টে অংশগ্রহণ না করেই সীল প্রদান করার প্রলোভন দেখান এবং অর্থের বিনিময়ে সকলের ফরমে কৃতকার্য’ সীল প্রদান করেন। পরবর্তীতে এই ৮ জন প্রার্থীকে তৎক্ষণাৎ টিআরসি নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়।
পরে পুলিশ সুপারের নির্দেশে গফরগাঁও ও পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রস্তুতকারী ও প্রদানকারী মফিজুল হক ওরফে এবাদুলকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেশী রাকিবুল ইসলাম ইমনকে আটক করে।
পরে তাদের দেখানো মতে, ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্স সংলগ্ন সিআইডি অফিসের সামনে থেকে কৃতকার্য লেখা সীল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত