প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শুক্রবার আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমি আইডিইবি’র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক বিবেচনায় আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য-‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ অত্যন্ত প্রশংসনীয়।
ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয় এটি দেশের উন্নয়নের ভিত্তি। ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত মহান বিজয়ের মধ্য দিয়ে উন্নয়নের যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি।
আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক উন্নতি করতে পারবে; একটি সমৃদ্ধ ও ন্যায়সঙ্গত বাংলাদেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারবে।
আমি আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।”
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত