বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন-২০২৪ এ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-জনতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তাদের তালিকাভুক্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি সহায়তা প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি এমআইএস (MIS) প্রস্তুত করা হয়েছে।
উক্ত এমআইএস-এর ওয়েব এড্রেস: https://ctm.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement-তে ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত তথ্য গ্রহণের জন্য চালু থাকবে।
এ সময়ের মধ্যে উল্লেখিত ওয়েব এড্রেস-এ প্রবেশ করে চাহিত প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য এই আন্দোলনে আহত এবং নিহত ব্যক্তির পক্ষে পরিবারের সদস্য বা নিকটাত্মীয়গণকে তথ্য-উপাত্ত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত