স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় আগামী ২৪ অক্টোবর-২০২৪ হতে ঢাকা বিভাগ ছাড়া বাকি ৭ বিভাগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায় শুরু হচ্ছে। গত বছর অক্টোবরে ঢাকা বিভাগে উক্ত টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাকি ৭টি বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমমানের কিশোরী শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে HPV টিকা দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদেরকে বিদ্যমান ইপিআই এর স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে HPV টিকা দেওয়া হবে।
এ কার্যক্রমে ৬২ লাখ কিশোরীকে ১ ডোজ HPV টিকা দেওয়া হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত