ছোটকেও সবার সামনে খাটো করা, কথায় কথায় বকা দেয়া ঠিক না। সঙ্গীকে সম্মানিত করে উপস্থাপন করা উচিত। কাউকে তাচ্ছিল্য করলে, হেয় করলে, খোঁচা দিলে তার কতটুকু ক্ষতি হয় তা আন্দাজ করা মুশকিল কিন্তু যে খোঁচা দেয়, মজা লয় সে আর গ্রহনযোগ্য, সম্মানিত থাকে না। আত্মসম্মানবিহীন ব্যক্তি অর্ধমৃত।
কারো সাথে মশকরা করার আগে ভাবা উচিত আপনার সেখানে কতোখানি বলার আশকারা আছে! কাউকে হেয় করে আদৌ কী কেউ উপরে উঠতে পারে? ক্ষমতার জোর, কন্ঠের তোড় সাময়িকভাবে জিতিয়ে দিতে পারে কিন্তু বিবেক যদি থাকে এবং সেটা যদি জাগে তবে অতীত আচরণের কৈফিয়তে আপনি বিলকুল হেরে গেছেন!
কারো সন্তানের সামনে, কারো আত্মীয় স্বজনের সামনে কাউকে কখনোই ছোট করা ঠিক নয়। সহকর্মী থেকে সহমর্মী-সবার সাথে আচরণে সেটুকু ফারাক, কথায় সেটুকু দূরত্ব রাখা উচিত যতটুকুতে কেউ কারো মনের থেকে দূরে না যায়! চেপে ধরার কথা বলে, অসম্মানিত করার আওয়াজ তুলে সবাইকে হারিয়ে দেয়া যায় না। কখনো কখনো নিজের জয় হারিয়ে যায়!
কাউকে সম্মান দিলে তবেই তো সম্মান আশা করা যায়! ঘর থেকে পর-সব পক্ষেই এ রীতি প্রযোজ্য! এর মানে এই নয় যে, আপনার অধীনদেরকে সম্মান দিয়ে দিয়ে মাথায় তুলে বসাবেন! যার যেটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতেই হবে! কারো অধিকার বঞ্চিত করলে, মতকে সমূলে উপেক্ষা করলে, সুযোগ পেলেই খুঁত ধরলে মানসিকভাবে একাকীত্বে প্রবেশ করতে হবে। চারপাশে আর সঙ্গী থাকবে না!
কাউকে খোঁচা দিলে পাল্টা গতিতে সেটা ফিরবেই! যে আচরণ আপনার খারাপ লাগে তা অন্যকারো ভালো লাগছে- এমন দুরাশা থাকা ঠিক না। জিহ্বা মানুষকে যতকাছে টানতে পারে ঠিক ততদূরে ঠেলতে পারে। বলতে পারি বলেই সবকিছু বলা অনুচিত। কেউ বন্ধু না হোক, তাই বলে নতুন শত্রুও না বাড়ুক।
প্রিয়জনের কাছে, সন্তানদের সাথে এমন আচরণ, তেমন কথা না হোক যা স্বাভাবিক সম্পর্কের গতিধারাকে ব্যাহত করে। আমাকে ঘিরে থাকা, তাদের সাথে চলার সময়ে এমন কিছু না হোক যাতে সামনাসামনি মুখ ঘুরাতে হয়, পিছনে পিছনে দীর্ঘশ্বাস বাড়ে। মানুষ মানুষকে মনে রাখে তার কথায়, কাছে টানে তার আচরণে। কাজেই জীবনে এই দুটো ঠিকঠাক হোক!
কারো সাথে দু’দন্ড কথা হয়েছে, বিনিময় হয়েছে সামান্য ভাব সেও যেনো কষ্ট নিয়ে না ফেরে। যেখানেই থাকি, যেভাবেই ভাবি-কারো সাথে খারাপ আচরণ করা, অহেতুক কটু কথা বলা ভালো ব্যক্তিত্বের প্রকাশ ও প্রচারণা নয়! ছোট্ট জীবনে ভালো আলোর সাথে মাখামাখি না হলে, জ্যোতির সাথে দেখা না হলে, আকাশের সাথে কথা না হলে-আধেক জীবনের সবটা মিছা!
রাজু আহমেদ, প্রাবন্ধিক।
[email protected]
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত