নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর প্রধান ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
গত ০৩ অক্টোবর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।
এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার/আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিন্মোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd
ফেসবুক পেইজ: www.facebook.com/ercbd2024
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত