দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাইসাইকেল ও ২৯১ জনের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে ইউএনও নুসরাত তাসনীম আওনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল চৌধুরী , প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক সামিউল ইসলাম।
ইউএনও অফিসের প্রধান সহকারী মকলেছার রহমান জানান, অনুষ্ঠানে ৪১টি সাইকেল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৬০ জনকে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৮৬ জনকে এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ৪৫ জনকে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত