অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন ৭ মার্চ জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তটি ভুল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সরে যাওয়া।
৭১ এ রেসকোর্সে বন্ধবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের বক্তৃতা সে দিন পূর্ব পাকিস্তানের আপামর মানুষের মুক্তি সংগ্রামের জাতীয় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতির ঐতিহাসিক ঘোষণা হিসেবে ইতিহাসের অংশ হয়ে গিয়েছে।
এ ধরণের গুরুত্বপূর্ণ দিবসকে কলমের খোঁচায় বদলে দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পরিষ্কার ভাবেই মনে করে বাংলাদেশের নামে ভূখণ্ডের জন্ম এবং একটি জাতি রাষ্ট্র সৃষ্টি হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট রচনা করেছিল ৭ মার্চ।
ইতিহাসের সাক্ষ্য পরিবর্তন করার অপ-চেষ্টাকারীরা ইতিহাসের কাছেই আসামী হয়ে থাকবেন। ওয়ার্কার্স পার্টি আশা করে অন্তর্বর্তীকালীন সরকার এ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসবেন।
বৃহস্পতিবার (১৭অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে উপরোক্ত বিবৃতি পত্রিকায় প্রকাশের জন্য প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত