বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, আমার দল বিশ্বাস করে দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছুই নেই। আমরা সকলেই বাংলাদেশী। এদেশে সবাই আমরা মিলেমিশে থাকবো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সমন্বয়ের মাধ্যমে এ সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) পর্যটন নগরী কক্সবাজার সমুদ্রসৈকতে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজার বিসর্জন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা বার্তা সহকারে বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি বলেন, কক্সবাজার পৌরসভার তিন কিলোমিটারের মধ্যে মসজিদ, বৌদ্ধ মন্দির এবং সনাতন ধর্মের মন্দিরের সংখ্যা অনেক বেশী। এখানে সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয় এরকম কোন ঘটনা কখনো ঘটেনি।
কক্সবাজারে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ। আমরা চাই কক্সবাজারে এই সম্প্রীতি অটুট থাকুক।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত