ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন : পঞ্চগড়ের বোদা উপজেলায় বাজার তদারকি অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার মাড়েয়া ও তেপুকুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ও তেপুকুরিয়া বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শামীম ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক সামগ্রী রাখার দায়ে মমিন কসমেটিককে ২ হাজার টাকা জরিমানা ও তেলের ওজনে কম দেয়া সহ বেশি দাম নেয়ার অপরাধে লিটন স্টোরকে ১ হাজার টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত