প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন যাবৎ শান্তি ও সৌহার্দপূর্ণভাবে বসবাস করে আসছে। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখরভাবে পালন করছে। সমাজে কিছু দুষ্কৃতকারী আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়।
আমরা যদি সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতকারীরা কোনোদিন তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না। প্রতি বছরের ন্যায় এবারও দেশের হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরভাবে পূজা উদ্যাপন করছেন।
উপদেষ্টা শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকার সিদ্ধেশ্বরীর বেইলি রোডে শ্রী শ্রী কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরে তিনি দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত