দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সাথে বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি (IWAMA Kiminori) সাক্ষাৎ করেন।
এ সময় উভয়পক্ষের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক ও চলমান বন্যা, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, বন্যা দুর্গত এলাকার জন্য সরকার কম পানিতে চলাচলে সক্ষম স্পিড বোট সংগ্রহের চেষ্টা করছে। বন্যায় অনেক গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং হেরিং বোন বন্ড রাস্তার বিষয়ে জাপানের সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করেন। IWAMA Kiminori বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কীভাবে এখানে আরো সাহায্য নিশ্চিত করা যায় সে আলোচনা করেন। বন্যার পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা, বিভিন্ন অগ্রাধিকার বিষয়বলি নিয়ে আলোচনা করেন। ফারুক ই আজম বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাপানকে আসিয়ান দেশসমূহের সাথে আরো আলোচনার আহ্বান জানান। তিনি কক্সবাজারে আইন-শৃংখলা পরিস্থিতি বিষয়ে রাষ্ট্রদূতের জিজ্ঞাসার জবাবে জানান, দেশের পরিস্থিতির কারণে আগস্ট মাসে রোহিঙ্গা জনগোষ্টির উপর নজর শিথিল হলেও বর্তমানে অবস্থা অনেক ভাল। সামনে এ পরিস্থিতির আরো উন্নতি হবে। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বলপূর্বক ব্যস্তুচ্যুত নাগরিকদের আশ্রয় প্রদানের জন্য রাষ্ট্রদূত বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত