নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম বাজার তদারকি করে। এসময় তদারকি টিম সাত প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করে।
রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: মেহেদী হাসান তদারকি টিমের নেতৃত্ব দেন এবং একজন মুরগী ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, গুলশান কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী বিভিন্ন অনিয়মের কারণে ছয়টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেন। এসময় তারা চাল, ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করেন। তদারকি টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। পাশাপাশি মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত