প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের চলমান অবকাশকালে বাংলাদেশ সুপ্রীমকোর্ট, আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জাজ (Vacation Judge) হিসেবে বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন। মোঃ রেজাউল হক অনিবার্য কারণবশতঃ আগামী ৭ অক্টোবরের পরিবর্তে ৬ অক্টোবর সকাল ১১ টায় আপীল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন। আপীল বিভাগের প্রশাসন শাখা থেকে গতকাল এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত