ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন এবং ২০০৯ পরবর্তী সময়ে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিতের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। এছাড়া মোবাইল উৎপাদন এবং রপ্তানি ও দেশীয় সফটওয়্যার শিল্প বিকাশসহ আমদানিকারক থেকে ঊৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাঁর ভূমিকা দেশীয় শিল্পের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী বুধবার ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন। এসোসিয়েশনের সভাপতি এ এ মুবিন খান সভাপতিত্ব করেন। মন্ত্রী এম এ মুহিতের জীবনের উল্লেখ্যযোগ্য বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর মেধা জ্ঞান, আদর্শ বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। মরহুম মুহিত যে কারও জীবনের আদর্শ হতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।। আবুল মাল আবদুল মুহিতকে বাংলাদেশের অর্থ ব্যবস্থাপনার কিংবদন্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। তাঁর মৃত্যুতে দেশ একজন বিরল প্রতিভা হারিয়েছে । ২০০১ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা সেলে তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, তাঁর শূন্যতা পূরণ হবার নয়। বিভিন্ন ক্ষেত্রে আবুল মাল আবদুল মুহিতের অবদান চির জাগরূক হয়ে থাকবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, মরহুম মুহিত তাঁর কর্মের মাঝে বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত