অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিন। অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত অপরিহার্য কিন্তু সংস্কারেরও প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (০৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে গণঅভ্যুত্থানে শহীদ বিইউবিটি ছাত্র তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবার প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার সিন্ডিকেট এখনো সক্রিয়। তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কেনো জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত