বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, এ ষড়যন্ত্র রুখতে হবে। শহীদ জিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আর মাত্র দুই সপ্তাহ পরে সেই জিয়াকে নির্মমভাবে খুন হতে হলো। নিশ্চয়ই শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল। বৃহস্পতিবার (০৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের কিছু কর্মকর্তা-কর্মচারী এখনো এ সরকারের ভেতরে বসে আছে। শেখ হাসিনা তারেক রহমানকে সবসময় ভয় করতেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথা যখন টিভিতে আসত, চামচারা শেখ হাসিনাকে বলত যে শহীদ জিয়ার আদর্শকে চিরতরে বিলীন করে দিতে হবে। তারেক রহমানকে কখনো বাংলাদেশে আসতে দেয়া হবে না। শেখ হাসিনার এই ভয়ের অসুখ সবসময় ছিল।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত